আসুন দু সিজদার মধ্যখানের দুআটি মুখস্ত করি

 

বিসমিল্লাহির রহমানির রহীম।

আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমত সবাই ভাল আছেন।
উপরের শিরোনাম দেখে অনেকেই মনে করবেন যে, অনর্থক একটি পোস্ট। সত্যিকারার্থে বাস্তবতা সম্পূর্ণ তার বিপরীত।
একজন দুজন না বরং অনেক কেই প্রশ্ন করে দেখেছি দুআটি মুখস্থ নেই। অথচ অন্যান্য দুআগুলো মুখস্থ আছে। তাই দুআটি যাদের মুখস্থ নেই তাদের জন্য আমার এ সামান্য চেষ্টা। একজন ও এর দ্বারা উপকৃত হলে আমার শ্রম সার্থক বলে মনে করব।

তো চলুন শুরু করিঃ

(১)- হুযায়ফা রাজিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দু সিজদার মাঝে বলতেনঃ
( رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي )
رواه أبو داود، برقم 874، وابن ماجه، برقم 897، وانظر: صحيح ابن ماجه، 1/ 148.

উচ্চারণঃ রব্বিগফিরলী, রব্বিগফিরলী।

অর্থঃ হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও।
( হাদীসটি বর্ণনা করেছেনঃ আবু দাউদ, হাদীস নং৮৭৪, ইবনে মাজাহ, হাদীস নং৮৯৭, এবং সহীহ ইবনে মাজাহ ১/১৪৮ পৃষ্ঠা। বাংলা হিস্‌নুল মুস্‌লিম ২০নং দুআ, ৫৮ পৃষ্ঠা।

(২)- আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিআল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দু সিজদার মাঝে বলতেনঃ
( اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي )
رواه أبو داود، 1/ 231، برقم 850، والترمذي، برقم 284، و285، وابن ماجه، برقم 898، وانظر: صحيح الترمذي، 1/90، وصحيح ابن ماجه، 1/148 .

উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলী, অরহামনী, অহদিনী, অজবুরনী, অয়াফিনী, অরজুকনী, অরফা'নী।

অর্থঃ হে আল্লাহ ! তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার উপর রহম করো, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো, তুমি আমার জীবনের সমস্ত ক্ষয়ক্ষতির পূরণ করে দাও, তুমি আমাকে নিরাপত্তা দান করো, এবং তুমি আমাকে রিযিক দান করো ও আমার মর্যাদা বৃদ্ধি করে দাও।
( হাদীসটি বর্ণনা করেছেনঃ আবু দাউদ, হাদীস নং৮৫০, তিরমিজী, হাদীস নং২৮৪,২৮৫, ইবনে মাজাহ, হাদীস নং৮৯৮, এবং সহীহ তিরমিজী ১/৯০পৃষ্ঠা, ও সহীহ ইবনে মাজাহ ১/১৪৮ পৃষ্ঠা। বাংলা হিস্‌নুল মুস্‌লিম ২০নং দুআ, ৫৯ পৃষ্ঠা।

আল্লাহ রব্বুল আলামীন আমাদের নামায কে সহীহ শুদ্ধ ভাবে পড়ার তাওফীক দিন। আমীন।

আপনার মন্তব্য প্রকাশ করুন

No comments found.

New comment